ছবি:- প্রতিকী
হেদায়েতুল্লাহ খান, অয়ন বাংলা, চন্ডীতলা, হূগলী :- মুর্শিদাবাদের পর এবার গণপিটুনিতে মৃত্যু হল হুগলী জেলার চন্ডীতলা থানার আইঁয়া গ্রামের খালকুল্লা দক্ষিণ পাড়ার বছর পঁচিশের যুবক আসিফ আলি মল্লিকের। বুধবার বিয়ে, তার আগে শনিবার বন্ধুকে নিয়ে শেষ মূহুর্তের কেনাকাটা করতে মশাট গিয়েছিলেন আসিফ। কিন্তু তার আর ফেরা হল না। শনিবার রাতে মশাট থেকে বন্ধুকে নিয়ে বিয়ের কেনাকাটা করে বাইকে বাড়ি ফেরার পথে কল্যানবাটীতে স্থানীয় এক পথচারী আহন হন। দুর্ঘটনায় তেমন কোন ক্ষতি না হলেও উন্মুক্ত জনতা আসিফ ও তার বন্ধু সেখ রিয়াজুলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ পরিবারের। পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে নিয়ে যায়। পরে কোলকাতার এক সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় আসিফকে। বিয়ের তিনদিন পূর্বে গনপিটুনিতে মৃত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃত আসিফের বন্ধু রিয়াজুল মল্লিক জানাচ্ছেন ‘পথে এক ব্যাক্তিকে বাঁচাতে গিয়ে পাশে স্থানীয় এক পথচারীর সাথে মৃদু ধাক্কা লেগে যায়, আহত আসিফকে আমি ধরে বসানোর সাথে সাথেই স্থানীয়রা ইট লাঠি নিয়ে আমাদের বেধরক মারধর করে। “তোদের মেরে এখানে জ্বালিয়ে দেব, মুসলিমরা বড় বড় গাড়ি কিনেছে তোদের বাপের রাস্তা” বলে মারধর করতে করতে ধর্মীয় বিদ্বেষমূলক কটুক্তি করতে থাকে। গনপিটুনিতে হারালাম আমার বন্ধু আসিফকে। মৃত আসিফের বাবা নিসার আলি মল্লিক টিডিএন বাংলাকে জানান “পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি, আমার ছেলে গনপিটুনিতে মৃত হয়েছে, থানায় লিখিত অভিযোগ জানিয়েছি, আমি ইনসাফ চাই।
গনপিটুনির তিনদিন অতিক্রান্ত হলেও এই ঘটনায় কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষীপ্ত বাসিন্দারা চন্ডীতলা থানা ঘেরাও করে। তদন্তের আশ্বাস পেলে ঘেরাও তুলে নেয় বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, গণপিটুনির একটি অভিযোগ দায়ের করা হয়েছে । ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, তার ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র:- TDN Bangla
ছবি:-প্রতিকী