মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামা হিন্দের অফিসে দুষ্কৃতীদের হামলা।
নিজস্ব সংবাদদাতা ,অয়ন বাংলা:- বৈকাল ৩:৩০ মিনিট পরে কিছু দৃষ্কৃতি মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামায়ে হিন্দের অফিস শিয়ালমারায় অবস্থিত খাগড়াঘাট রেলস্টেশনের পাশে সেই অফিসের কিছু দুষ্কৃতী গুন্ডাবাহিনী এসে তালা ভাঙ্গে এবং শাটারের তালা সিস্টেম আছে সেগুলিকে শাবল ও হ্যাস্কো বিলেট দিয়ে কাটে তারপর অফিসে তারা ঢুকে ওখানে প্রাথমিক যে কাগজপত্র ছিল সেগুলো ছিন্নভিন্ন করে নিয়ে চলে যায়,
ও অফিসের কিছু জিনিস তারা রেখে চলে যাই,এই অন্যায় জঘন্য কাজ করেছে আমরা আইসি কে অভিযোগ জানিয়েছি প্রাথমিক তদন্তের জন্য বহরমপুর আইসির পক্ষ থেকে আধিকারিক আমজাদ সাহেব এসে সমস্ত রিপোর্ট নিয়ে যান এবং জমিয়তে ওলামা হিন্দের সম্পাদক মুফতি নাজমুল হক সাহেব বলেন “তাদের নাম প্রাথমিক ভাবে প্রশাসনের কাছে ক্লেম করেছি যে মাহমুদুল হাসান নিজামুদ্দিন বিশ্বাস বদরে আলম মুফতি রায়হানদের নেতৃত্বে কিছু গুন্ডাবাহিনী এসে মুর্শিদাবাদ জেলা জমিয়ত অফিসে ভাঙচুর করে এর যথাযথ বিচার চাই।”