হায়দরাবাদ: দীর্ঘদিনের লড়াইয়ের অবসান। অবশেষে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
শুক্রবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় ১৪৭-৭৩ ভোটের ব্যবধানে জিতলেন তিনি। দেশের হয়ে ৯৯ টেস্ট ও ৩৩৪টি একদিনের ম্যাচ খেলা আজহারউদ্দিন গত সপ্তাহে প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পেশ করেছিলেন। তাঁর মনোনয়ন প্রস্তাব করেন আদনান মেদমুদ ও সমর্থন করেন জিশান আদনান মেহমুদ।
এর ফলে ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসনে পাকাপাকিভাবে প্রবেশ করলেন আজহারউদ্দিন। একসময় গড়াপেটায় জড়িত থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভারতীয় বোর্ড তাঁকে নির্বাসিতও করেছিল। পরে সেই নির্বাসন তুলে নেওয়া হয়। এবার ফের ক্রিকেটের মূল স্রোতে ফিরলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
২০০৯ সালে তিনি রাজনীতির ময়দানেও প্রবেশ করেছিলেন। কংগ্রেসের সাংসদও হয়েছিলেন আজহারউদ্দিন।
সৌজন্য:-আনন্দবাজার পত্রিকা।