আবার আর্থিক ঘাটতি মেটাতে কেন্দ্র রিজার্ভ ব্যাঙ্কের কাছে ৩০ হাজার কোটি চাইতে পারে

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-ভারতের অর্থনীতির আকাশে ক্রমশ ঘণীভুত হচ্ছে কালোমেঘ । চারিদিকে ঘাটতির ঘণঘটা ,কর্পোরেট সংস্থাকে লক্ষ কোটি টাকার কর ছাড় ,নীরব মোদি,মেহুল চেকসি ,বিজয় মালিয়াদের ব্যাঙলোন নিয়ে ব্যাঙ্কলুট করে বিদেশ পালানো। বিদেশীদের সামনে মুক্ত বাজার ,পরিকল্পনা বর্হিভুত খাতে খরচ ,এক কথায় অপরিপক্ক ভাবে দেশ চালানো ,ফল ঘাটতি। ঘাটতির বোঝা এতটাই বেড়েছে যে রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে টাকা নিয়েও পুষিয়ে উঠতে পারছে না কেন্দ্রীয় সরকার। সূত্র মারফৎ জানা গিয়েiছে, লোকসভা ভোট পরবর্তী সময়ে কেন্দ্রের রাজকোষে বিপুল টান পড়েছে। আর সেই টান পুষিয়ে উঠতে রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফের হাত পাততে হতে পারে মোদী সরকারকে। জানা যাচ্ছে, এবারের পরিমাণটা প্রায় ৩০ হাজার কোটি টাকা। চলতি অর্থবর্ষের শেষ এই টাকা কেন্দ্র চাইতে পারে খবর সংবাদ সংস্থা সূত্রে।
জিডিপির পতনের জেরে সামগ্রিক বাজারে বিশেষভাবে আর্থিক মন্দা লক্ষ্য করা যাচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে রাজকোষে। কেননা টার্গেট অনুযায়ী আয়কর তুলতে পারেনি কেন্দ্র। যে টার্গেট কেন্দ্র নিয়েছিল তার চেয়ে কমপক্ষে ৪-৫ শতাংশ কম কর আদায় হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে চলতি অর্থবর্ষে। সেরকম হলে প্রায় ৫০ হাজার কোটি টাকার ঘাটতি পড়বে। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ৩০ হাজার কোটির সাহায্য চেয়ে সেই আর্থিক ঘাটতি পূরণ করতে পারে কেন্দ্রীয় সরকার।
যদিও চলতি অর্থবর্ষ শেষ হতে এখনও অনেক মাস বাকি। ফলে এখনই ঘাটতি নিয়ে বা রিজার্ভ ব্যাঙ্কের কাছে থেকে অর্থ চাওয়ার প্রসঙ্গে সরকারি কোনও বিবৃতি আসেনি। কিন্তু অর্থমন্ত্রক সূত্রে খবর, রাজস্ব আদায়ের যে ট্রেন্ড এই বছর দেখতে পাওয়া যাচ্ছে তা মোটেও সন্তোষজনক নয়। মূলত জিডিপির পতন সহ অন্যান্য সেক্টরে মন্দাকে এর জন্য দায়ী করা হচ্ছে। যদি এই ধারা বজায় থাকে তবে আগামী বছর জানুয়ারি মাস নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের কাছে এই অর্থ চাইতে পারে নরেন্দ্র মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.