এখন কাশ্মীর নিয়ে মাথা ব্যাথা নেই ‘অযোধ্যা‘ সামলাতে মহাব্যস্ত” সুপ্রিম কোর্ট

Spread the love

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- অযোধ্যা মামলার সিদ্ধান্ত ১৮ অক্টোবর৷ তাই শীর্ষ আদালতে এখন যুদ্ধকালীন ব্যস্ততা৷ এ’জন্য কাশ্মীর মামলার শোনার মতো সময় নেই৷শীর্ষ আদালত সাফ জানিয়েছে , ‘আমাদের এত বেশি বিষয়ে শুনানির সময় নেই। আমাদের কাছে সংবিধান বেঞ্চ মামলা (অযোধ্যা বিরোধ) শুনানি রয়েছে।’ তবে বিচারপতি এনভি রমনার নেতৃত্বে পাঁচ বিচারকের বেঞ্চ মঙ্গলবার থেকে কাশ্মীর-সংক্রান্ত সমস্ত মামলার শুনানি করবে৷ কেন্দ্রীয় সরকার ৩৭০ অনুচ্ছেদের অধীনে ওই রাজ্য থেকে বিশেষ মর্যাদা বাতিল করার পরে সেখানে সুরক্ষা নিষেধাজ্ঞাগুলি কার্যকর রয়েছে। এই পদক্ষেপের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে মামলা হয় যার শুনানি হওয়ার কথা ছিল আজ অর্থাৎ সোমবার। কিন্তু এক দিনের জন্যে সেই মামলা স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট বিচারপতি এনভি রমনার নেতৃত্বে পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ আগামীকাল (মঙ্গলবার) থেকে কাশ্মীর-সংক্রান্ত সমস্ত মামলার শুনানি করবে।সাংবিধানিক বেঞ্চ যে আবেদনগুলি গ্রহণ করবে তার মধ্যে রয়েছে কাশ্মীরে সাংবাদিকদের চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আবেদন এবং অপ্রাপ্তবয়স্কদের অবৈধভাবে আটকের করে রাখারা বিরুদ্ধে আবেদনও।এর আগে রাজ্যসভার সাংসদ ভাইকোর ফারুক আবদুল্লাহকে আদালতে হাজির করার বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেন। কিন্তু শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে জানায়, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক রাখার বিষয়টি জননিরাপত্তা আইনের (পিএসএ) অধীনেই চ্যালেঞ্জ জানানো উচিত৷

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আরোপের সময় ৫ অগাস্ট থেকে কোনও নির্দিষ্ট অভিযোগ ছাড়াই আটক করা হয় ফারুকআবদুল্লাহকে। গত ১৭ সেপ্টেম্বর কেন্দ্র জানায় তাঁকে জননিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে যে আইন অনুসারে প্রয়োজনে ফারুক আবদুল্লাকে দুই বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারে সরকার।প্রধান বিচারপতি এবং কাশ্মীরের মামলার শুনানি করা অন্য দুজন বিচারক সবাই সোমবার অযোধ্যা বেঞ্চে রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট মন্দির-মসজিদ বিরোধের শুনানি শেষ করতে ১৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা ধার্য করে। এদিকে ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বেশ চাপে পড়ে গিয়েছেন৷ তিনি চলতি বছরের ১৭ নভেম্বর অবসর নেবেন৷ তার আগে অযোদ্যা মামলার নিষ্পত্তি করতেই হবে৷ তা না হলে এই মামলা ফের নতুন করে শুনানি চালু করতে হবে৷ আর তাই এখন এই মহা গুরুত্বপূর্ণ তথা স্পর্শ কাতর মামলা নিয়েই যাবতীয় মাথাব্যথা তাঁর৷

সৌজন্য:- মহানগর ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.