গঙ্গারামপুরে সিনেমা হলে আপত্তিকর অবস্থায় আটক প্রেমিক যুগল **************************
ধ্রুবজ্যোতি মহন্ত,অয়ন বাংলা, দক্ষিণ দিনাজপুর:- গোপন সূত্রে খবর পেয়ে সিনেমা হলের ভেতর সিনেমা চলাকালীন 4 যুবক-যুবতীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গঙ্গারামপুরের কালিতলা এলাকার রূপকথা সিনেমা হলে। জানা গেছে দীর্ঘদিন ধরেই এই সিনেমা হলের আড়ালে চলছিল মধুচক্রের আসর। এর আগেও বহুবার এই হলে অভিযান চালিয়ে পুলিশ যুবক-যুবতী যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করেছিল। তাতে অবশ্য মধুচক্রের আসর বন্ধ হয়নি খুব বেশিদিন। অভিযোগ দীর্ঘদিন যাবৎ সিনেমাহলের ভেতরে বক্স বানিয়ে মোটা টাকার বিনিময়ে যুবক-যুবতী যুগলকে ভাড়া দেওয়া হতো এই সিনেমা হলে। ঘটনায় যুবক-যুবতী যুগলকে জিজ্ঞাসাবাদের জন্য গঙ্গারামপুর পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলেও অজানা কারণে হলের মালিককে গ্রেফতার করা হয়নি।