অয়ন বাংলা,নিজস্ব সংবাদদাতা,মালদা:- মালদা চিত্তরঞ্জন পৌর বাজারের উত্তর দিকে আন্ধারুপাড়ায় দীর্ঘদিন থেকে জামে মসজিদের দেওয়াল ঘেঁষে দুর্গাপূজার আয়োজন করা হয়ে থাকে এবারও তার ব্যতিক্রম হয়নি,এখানেই প্রতিবছর মসজিদের গা ঘেষে নিয়ম করে প্যান্ডেল তৈরী হয় ও পূজো হয়। কোন দিনই কোন সমস্যা হয় নি । এখানে আজানের সময় বাজেনা ঢাক বা দেওয়া হয়না আরতি , আবার আরতির সময় আজানও দেওয়া হয়না সবকিছু চলে উভয় সম্প্রদায়ের পরস্পরের বোঝাপড়ায় যা আজকের দিনে একটা দৃষ্টান্ত।এটাই ভারতীয় সংস্কৃতি অহিংসার বাস্তবতা। আজ চারিদিকে হিংসার ছড়াছড়ি ,প্রতিহিংসার বাতাবরণ সামাজিক বিভেদের বেড়াজালে এই ভাবেই ভারতীয় সংস্কৃতি মাথা উঁচু করে থাকবে।