আত্রাই নদীর ঘাট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ শাকসবজি বিক্রেতা
অয়ন বাংলা,ধ্রুবজ্যোতি মহন্ত,দক্ষিণ দিনাজপুর:- জেলার সদর শহর বালুরঘাট। বালুরঘাটের সাথেই প্রবাহিনী আত্রাই এর নাম জড়িয়ে আছে শহরের জন্ম লগ্ন থেকেই। রোজ সকালে বহু বিত্তহীন দূরদূরান্ত থেকে আগমন ঘটায় শহরের বুকে রসদ নিয়ে সামান্য কিছু উপার্জনের আসায়। কিন্তু , পুজোর আগে হটাৎ আত্রাই নদীর “কালকা ঘাট” এর মাধ্যমে শাক সবজি এবং পণ্য আদান প্রদান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী । অকস্মাৎ এহেন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন , রোজ সকালে নদীর ওপর প্রান্তের গ্রাম থেকে বালুরঘাট শহরে শাকসবজি বিক্রয় করতে আসা অসহায় মানুষ জন। এদিন সকালে ঘাট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে, জেলা শহরের ট্রাংক মোড় এলাকায় শাকসবজি বিক্রয় করতে আসা বিত্তহীন মানুষজন রা প্রতিবাদ স্বরূপ জাতীয় সড়ক অবরোধ করেন। সকাল সকাল এমন অবরোধে অসুবিধার সম্মুখীন হন শহরের পথ চলতি মানুষজন।