অয়ন বাংলা, ওয়েবডেস্ক:-এটাই কি নতুন ভারত?? খোঁচা শশী থারুরের ,বিদ্বজনদের বিরুদ্ধে এফআই আর প্রসঙ্গে। দেশের বেড়ে চলা হিংসা, গণপিটুনির মত ঘটনার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলেন বিদ্দ্বজনেরা৷ এই কাজ করার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷ এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কংগ্রেস নেতা তথা সাংসদ শশী থারুর৷ টুইট করে প্রধানমন্ত্রীকে দেশের সংবিধান রক্ষার আর্জি জানালেন থারুর৷
টুইটে তিনি লেখেন,সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতা। অথচ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। এই ঘটনা তাঁকে খুবই আঘাত দিয়েছে ৷ তাঁর বক্তব্য, এটাই কি নয়া ভারত? প্রধানমন্ত্রী যদি সংবিধানের অধিকার ফিরিয়ে না আনেন তাহলে তাঁর ‘মন কি বাত’ ‘মৌন কি বাত’এ পরিণত হবে। নিজেদের কথা বলার সাহস মানুষ হারিয়ে ফেলবে বলেই মনে করেন শশী থারুর। প্রসঙ্গত,২৪ জুলাই প্রধানমন্ত্রীকে পাঠানো বিদ্বজ্জনদের চিঠির বিষয়ে দু’মাস আগে বিহারের মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সূর্যকান্ত তিওয়ারির কাছে একটি পিটিশন দাখিল করেছিলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। সেই পিটিশনকে ঘিরে একটি অর্ডার পাস করেন ম্যাজিস্ট্রেট। সেই অর্ডারের ভিত্তিতেই বিহারের সদর পুলিশ স্টেশনে ৪৯ জনের বিরুদ্ধে এফআইআর করেন সুধীরবাবু।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন রামচন্দ্র গুহ, আদুর গোপালকৃষ্ণন, শ্যাম বেনেগল, আশিস চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অমিত চৌধুরী, গৌতম ঘোষ, অনুরাগ কাশ্যপ সহ খ্যাতনামা ব্যক্তিত্বরা৷ তাই এবিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে টুইট করেন শশী থারুর৷