আমার মুখবন্ধ করার চেষ্টা চলছে – আদালতে হাজিরা দিয়ে দাবি রাহুলের
অয়ন বাংলা,নিউজ ডেস্ক:- সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে পলাতক ব্যবসায়ী নীরব মোদী, ললিত মোদীদের সঙ্গে ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসঙ্গে বিঁধে তিনি এই মন্তব্য করেছিলেন যে, ‘নীরব মোদী, ললিত মোদী, নরেন্দ্র মোদী, সব মোদীরা চোর কেন হয়? বা যারা চোর হয় তাদের সকলের পদবী এক কেন?’ পাশাপাশি, প্রায় প্রতিটি নির্বাচনী সভা থেকেই ‘চৌকিদার চোর হ্যায়’-এর মতো স্লোগান তুলেছিলেন তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এই দুই নিয়েই ব্যাপক বিতর্ক হয় দেশজুড়ে। ‘মোদী চোর হ্যায়’ মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে রাহুলের বিরুদ্ধে সুরাট আদালতে মামলা করেন এক বিজেপি বিধায়ক পুর্নেশ মোদী।
সেই মামলাতেই আদালতে হাজিরা দিয়ে এবার নিজেকে নির্দোষ বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধী। আদালতে হাজির হয়েও বিজেপির বিরুদ্ধে সুর চড়ান রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেন, ‘আমাকে যেনতেন প্রকারে চুপ করিয়ে দিতে চাইছে। তাই এই ধরনের মামলা দায়ের হয়েছে।’ দলের নেতার পাশে দাঁড়াতে আদালত চত্বরে হাজির হয়েছিলেন প্রচুর কংগ্রেস সমর্থক এবং কর্মীরা। পরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাহুল টুইটে লেখেন, ‘যে সমস্ত সমর্থক-কর্মীরা আমার জন্য আজ আদালত চত্ত্বরে এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’