ডেঙ্গু প্রকোপ দক্ষিন দিনাজপুরে

Spread the love

রাজিবুল হক:

হাবারি গ্রাম পঞ্চায়েতের গাসিপুর এলাকায় ছড়িয়েছে ডেঙ্গি আতঙ্ক ৷ স্থানীয় রসিদপুর হাসপাতালে জ্বর নিয়ে ভরতি প্রায় 15-20 জন ৷ আরও বাড়তে পারে এই সংখ্যা ৷ কয়েকদিন আগে স্থানীয় কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয় ৷ তারপর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷
পুজোর পরে জ্বরের প্রকোপ শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের কয়েকটি গ্রামে । বংশীহারী ব্লকের ঘাসিপুর গ্রামের 5 জন জ্বরে আক্রান্ত । তার মধ্যে 3 জনের শরীরে ডেঙ্গির জীবাণু পাওয়া গেছে বলে দাবি আক্রান্তদের পরিবারের । তাঁরা এখন গঙ্গারামপুর ও বালুরঘাট জেলা হাসপাতালে ভরতি ।
স্থানীয় বাসিন্দা নিমাই সিং বলেন, “তাঁর পরিবারের 3 জন জ্বরে আক্রান্ত হয়েছিলেন । তাঁরও জ্বর । এলাকায় চারটি গ্রামের অনেকে ডেঙ্গিতে আক্রান্ত । রশিদপুর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা এলাকা পরিদর্শন করেছেন এবং ফগিং করেছেন। ব্লক প্রশাসন থেকেও  ব্যবস্থা নিয়েছে । ” হাসপাতালে ভরতি অনিতা সরকার নামে এক যুবতিও ৷
এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সুকুমার দে বলেন , BDO -কে জানানো হয়েছে । ওই এলাকায় কয়েকজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । গাজলে ঘাসিপুর এলাকার একজন ছাত্র ডেঙ্গিতে আক্রান্ত হয় ৷ তারপর ওই এলাকায় ডেঙ্গিতে আক্রান্ত হন আরও কয়েকজন । আমরা শনাক্ত করেছি । রক্ত পরীক্ষা করতে পাঠিয়েছি । আমাদের জেলায় মোট 600 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন । আমাদের স্বাস্থ্য দপ্তরের একটি দল শুক্রবার ও শনিবার এলাকা পরিষ্কার-পরিছন্ন করে ওষুধ দিয়ে আসবে । এলাকাবাসীরা অযথা আতঙ্কিত হবেন না । জ্বর হলে হাসপাতালে আসুন ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.