মুর্শিদাবাদ জেলাতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে উদার আকাশের আলোচনা সভা
নিজেস্ব সংবাদদাতা,অয়ন বাংলা,মুর্শিদাবাদ; মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক স্থান এবং রাজ্যের মধ্যে একমাত্র ঐতিহ্য বহন করে রাজ রাজাদের। প্রথমত কর্ণসুবর্ণ আর দ্বিতীয়ত নবাবাদের মুর্শিদাবাদ। এতো কিছু কে উপেক্ষা রেখে স্বাধীনতার বাহাত্তর বছর পরেও এই জেলা উপেক্ষিত শিক্ষা, কর্মসংস্থান, বাণিজ্য প্রভৃতি দিকেই। আর সেই আক্ষেপ ক্রমাগত বেড়েই চলেছে উত্তর উত্তর। তারই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদ জেলায় পূর্ণাঙ্গ বিশ্ব বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে কবি ফারুক আহমেদ সম্পাদিত উদার আকাশ পত্রিকার ব্যানারে অনুষ্ঠিত হলো একটা আলোচনা সভা, মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভা ঘরে, প্রায় দুপুর দুই ঘটিকায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট ব্যক্তি প্রাক্তন সাংসদ মাইনুল হাসান, উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ ও পুবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান, উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস মহাশয়, গবেষক হাসিবুর রহমান, রঙধনু পত্রিকার সম্পাদক জয়নুল আবেদীন, অধ্যাপক আবুল হাসনাত মহাশয়, মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এস.কে.এম মিজানুর রহমান, কবি সাহিন হোসেন, সাংবাদিক আনিসুর রহমান, আবরার হোসেন, হামিম হোসেন মণ্ডল প্রমুখ ব্যাক্তি বর্গ। এছাড়াও উল্লিখিত বিষয়ের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথি বৃন্দ। প্রায় সবার বক্তৃতাতেই বিষয় বহির্ভূত এন আর সি এর কথাও উঠে আসে উক্ত মঞ্চে।
পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপ্লব বিশ্বাস মহাশয় এবং মূখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন ফারুক আহমেদ মহাশয়। সঙ্গে ‘সম্প্রতির বীজতলা’ বইটির মোড়ক উন্মোচন হয়। সর্বোপরি মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের সভাপতি বিপ্লব বিশ্বাস মহাশয় ওই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।