আপনার নোবেল জয়ে আমি গর্বিত – অভিজিৎকে অভিনন্দন জানালেন মনমোহন
নিউজ ডেস্ক,অয়ন বাংলা:- অর্থনীতিতে ফের নোবেল এসেছে বাঙালির ঘরে। সোমবার দুপুরেই নোবেল কমিটি ঘোষণা করে বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নাম। আর তারপর থেকেই ধন্য ধন্য পড়ে গেছে বাংলা-সহ গোটা দেশজুড়ে। গতকাল প্রথমেই অর্থনীতিতে নোবেল জিতে দেশের মুখ উজ্জ্বল করার জন্য একটি টুইট করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘অর্থনীতিতে নোবেল জয়ের জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে হার্দিক অভিনন্দন। আরেক বাঙালি দেশকে গর্বিত করলেন। আমরা উচ্ছ্বসিত।’ একইভাবে বিবৃতি দিয়ে দ্বিতীয় নোবেলজয়ী অর্থনীতিবিদকে অভিনন্দন জানান দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিং।
অভিজিতের উদ্দেশ্যে মনমোহন বলেন, ‘এই খবরে আমি খুবই আনন্দ এবং গর্ব অনুভব করছি যে, আমার বন্ধু অধ্যাপক অমর্ত্য সেনের পর দ্বিতীয় ভারতীয় অর্থনীতিবিদ হিসেবে আপনি নোবেল পুরষ্কার পেয়েছেন। আমি এ নিয়েও উচ্ছ্বসিত যে আপনার সঙ্গে যুগ্ম ভাবে নোবেল বিজয়ী হয়েছেন আপনার স্ত্রী এস্থার ডাফলোও। আপনি এবং সহ-বিজয়ী দুজনকেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। দারিদ্র্য বিমোচন এবং বিকাশের ওপর আপনার কাজগুলি রীতিমতো ছকভাঙা। প্রাক্তন প্রধানমন্ত্রী এ-ও বলেন যে, উন্নয়ন অর্থনীতিতে মিঃ বন্দ্যোপাধ্যায়ের অগ্রণী উদ্ভাবনগুলি ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে নীতি নির্ধারণের জন্য একেবারেই উপযুক্ত এবং কার্যকর।