বাবরী মসজিদ মামলার শুনানী শেষ ,রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ

Spread the love

অয়ন বাংলা, ওয়েব ডেস্ক: অযোধ্যা বাবরি মসজিদ মামলার ৪০তম এবং শেষ প্রাত্যহিক শুনানি। গতকাল ৩৯তম শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানিয়েছিলেন, আগামীকালই রামমন্দির-বাবরি মসজিদ জমি মামলার শুনানির শেষ দিন। আজ হিন্দু মহা সভার আবেদন খারিজ করে তিনি বলেন, যথেষ্ট সময় নেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। বিকেল ৫টার মধ্যে শেষ করা হবে শুনানি। ১৭ নভেম্বর এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হতে পারে।

দশেহরার সময় কোর্ট বন্ধ থাকার পর গত সোমবার থেকে আবার চালু হয় বাবরি মসজিদ মামলার শুনানি। ৩৮তম শুনানির দিনই অযোধ্যা মামলার শুনানির শেষ দিন চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলা হয়েছিল।

২০১০ সালে অযোধ্যা মামলার রায়ে এলাহবাদ হাইকোর্ট বলে, ২.৭৭ একর বিতর্কিক জমি রাম লালা, নির্মোহী আখড়া ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে। এই রায়ের বিরুদ্ধে আবেদনের ভিত্তিতেই, সুপ্রিম কোর্টে শুনানি চলছে। গত ৬ অগাস্ট থেকে প্রতিদিন সুপ্রিম কোর্টে চলছে অযোধ্যা মামলায় শুনানি।

গতকাল সুপ্রিম কোর্টে হিন্দুদল বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিল, ‘৪৪৩ বছরেরও বেশি আগে ভারত বিজয়ের পর মুঘল সম্রাট বাবর একটি ‘ঐতিহাসিক ভুল’ করেছিলেন। সেটি হল অযোধ্যায় রামের জন্মস্থানে একটি মসজিদ নির্মাণ। এই ভুল শোধরানো দরকার।’ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর ভেঙে ফেলা হয় বাবরি মসজিদ। রায়ের আগে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। অযোধ্যা-মামলায় সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.