উষ্ণ দানবের অশনি বিপদ থেকে আগামী প্রজন্ম কে বাঁচাতে নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমির উদ্যোগে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে বৃক্ষ। অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন। সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যেতে বসেছে। বিশ্ব উষ্ণায়নের যুগে দাঁড়িয়ে মানুষ এবং সমগ্র জীবকুলের বাঁচার একমাত্র অবলম্বন সবুজ বৃক্ষ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। উষ্ণ দানবের অশনি বিপদের কথা মাথায় রেখে দক্ষিণ দিনাজপুর জেলার নর্থ ইস্টার্ন ইংলিশ একাডেমীর একান্ত উদ্যোগে শুক্রবার বিদ্যালয়ের নতুন বিল্ডিং উদ্বোধন উপলক্ষে এইদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের মিলিত প্রচেষ্টায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সেক্রেটারি রাশনা উল আলম, চেয়ারম্যান খাদিমুল ইসলাম, স্থানীয় চিকিৎসক ডক্টর অসিত মন্ডল এবং অন্যান্য বিশিষ্ট বর্গ।