প্রতিবেদন,অয়ন বাংলা:- দিন যায় বছর যায়,ভোট আসে ভোট যায় অবহেলিত শিল্পহীন,কারখানাহীন মুর্শিদাবাদ জেলার এর কোন পরিবর্তন হয় না।
অনেক আন্দোলন অনেক সংগ্রাম করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এর দাবী মেনে একটি মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেয় রাজ্য সরকার।ঘোষণার পরেই পরেই আসে পঞ্চায়েত ভোট কিন্তু ভোট শেষ হয় ,শাসকদল ক্ষমতা দখল করে ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় সব পদাধিকারী শাসকদলের দায়িত্বশীলরা পাই কিন্তু মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় হয় নাই ।
আবার লোকসভার ভোট দোরগোড়ায় ,ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত সব রাজনৈতিক দল কিন্তু মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয় নিয়ে কোন দলের সদিচ্ছা বা আগ্রহ দেখা যাচ্ছে না।
ভোট শেষ হবে নেতা মন্ত্রী তৈরী হবে কিন্তু মুর্শিদাবাদে কি আদৌ বিশ্ববিদ্যালয় হবে এটাই এখন জেলাবাসীর প্রশ্ন।
মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী নেতা এফ ইউ এমের মোজ্জাম্মেল হক বার বার বলেছেন “বন্ধ হোক জেলাবাসীকে নিয়ে এই জঘণ্য খেলা।বন্ধ হোক ভোট রাজনীতির এই নোংরা খেলা।তা না হলে আমাদের এই সংঘটন জেলায় বিশ্ববিদ্যালয় নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।” এই বিষয়ে জেলার বুদ্ধিজীবি থেকে সাধারণ মানুষ সকলের মনে ক্ষোভ।এই রকম একজন প্রবীণ ব্যাক্তি আনসার সাহেব বললেন যে “এই জেলায় বিশ্ববিদ্যালয় না থাকাটাই একটা লজ্জাজনক বিষয় ,কেন যে এই রকম হচ্ছে বুঝতে পারছি না।”আরো এই জেলার একজন কবি আনসারইদ্দিন বললেন “এতদিন এই জেলায় বিশ্ববিদ্যালয় না হওয়াটা সরকারের ব্যার্থতা।”
দেখা যাক ভোট রাজনীতির এই নোংরা খেলা আর কত দিন চলে।