ওয়েবডেস্ক: শেষ পর্যন্ত কি ভাঁড়ে মা ভবানী দশা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ারও? সম্প্রতি শীর্ষ ব্যাঙ্কের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই এই জল্পনা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে। শীর্ষ ব্যাঙ্ক সূত্রে খবর, ভাঁড়ারে গচ্ছিত থাকা সোনাও এবার বিক্রি করতে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ককে। চলতি বছরের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত ইতিমধ্যেই ১.১৫ বিলিয়ন ডলারের সোনা বিক্রি করতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে। যে কারণে চিন্তার ভাঁজ পড়েছে অর্থনীতিবিদদের কপালে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইম এমনটাই জানিয়েছে নিজেদের প্রতিবেদনে।
মনে করিয়ে দেই, লোকসভা ভোটে প্রচারের খরচ তুলতে আগেই রিজার্ভ ব্যাঙ্কের বিরাট গচ্ছিত ধনে ভাগ বসিয়েছিল কেন্দ্র। ভোটের আগেই ১.৭৬ লক্ষ কোটির বেশি টাকা কেন্দ্রীয় সরকারকে দেয় রিজার্ভ ব্যাঙ্ক। যা নিয়ে কমঘোলা হয়নি। এমনও খবর রয়েছে যে আগামী অর্থবর্ষেও কর আদায়ের ক্ষেত্রে টান পড়তে পারে কেন্দ্রের ভাঁড়ারে। ফলে সেই রিজার্ভ ব্যাঙ্কের কাছেই অতিরিক্ত ৩০ হাজার কোটির জন্য হাত পাততে হতে পারে মোদী সরকারকে। এই ‘দানছত্র’ নীতি দেশের আর্থিক পরিস্থিতির জন্য কতটা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে অভিজ্ঞ মহল। তারপর এই সোনা বিক্রির তথ্য আরও চিন্তা বাড়িয়েছে। যদিও ১.১৫ বিলিয়ন ডলারের সোনা বিক্রি করার পাশাপাশি ৫.১ বিলিয়ন ডলারের সোনা কেনাও হয়েছে। তবে ভাঁড়ারের সোনা বিক্রি করার মতো পরিস্থিতি কীভাবে তৈরি হল সেই বিষয়ে মুখ খুলতে নারাজ অর্থ দফতরের কর্তারা।
বস্তুত, বহুদিন ধরেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি। ফলে এই প্রশ্নও উঠছে, অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্র যে সব পদক্ষেপ করছে, তার উৎস কি আসলে রিজার্ভ ব্যাংকের ভাঁড়ার? তাহলে, দীর্ঘ ৩০ বছর পর গচ্ছিত সোনা বিক্রি করার অবস্থা কেন তৈরি হল? সেই প্রশ্নই এখন ভাবাচ্ছে অর্থনীতিবিদদের।