ওয়েবডেস্ক: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপাতত কোনও সংশয় নেই বিজেপি সরকারের। এক একটি সাংসদ অধিবেশনে বিল পাশের কার্যত লাইন লাগিয়ে দেয় মোদী-২ সরকার। বাদল অধিবেশনে লেটার মার্কস নিয়ে পাশ করার পর এবার নজর শীতকালিন অধিবেশন। নতুন বছরে সেখানে বড়সড় চমক দিতে চলেছে এই সরকার। জানা যাচ্ছে, এবার আধার, পাসপোর্ট, প্যান, ড্রাইভিং লাইসেন্সের মতো সমস্ত কার্ড গুলিকে বাতিল করে এক দেশ এক কার্ডের লক্ষ্যে হাঁটছে তারা।
সম্প্রতি এক ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আসন্ন শীতকালীন অধিবেশনে দেশবাসীকে কার্ড সংক্রান্ত ঝামেলা থেকে মুক্তি দিতে চলে কেন্দ্রীয় সরকার। মাত্র একটি কার্ডেই মিটে যাবে সমস্ত ঝঞ্ঝাট। জানা যাচ্ছে, মোদী সরকার ক্ষমতায় আসার পর আনা আধার কার্ডও বাতিল করে দেওয়া হবে এই পদ্ধতিতে। এর জেরে মানুষ উপকৃত হবে বলেই আশা করছে সরকার। তবে নতুন কি কার্ড সরকার আনতে চলেছে সে সম্পর্কে বিশদে কিছুই জানা যায়নি। এটা আপাতত চমক হিসাবেই রাখতে চায় মোদী ২। শীতকালীন অধিবেশনেই আনা হবে এই সংক্রান্ত বিল।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন। গত অধিবেসনের মতো এবারও বেশ কিছু বিল পাশ করার জন্য উদ্যোগী বিজেপি সরকার। অনুমান করা হচ্ছে এই অধিবেশনে পাশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি এবং শ্রম সংস্কার বিল। আসতে পারে এনআরসির পরিধি বৃদ্ধি ও জাতীয় রাজধানী অঞ্চলের পরিধি বৃদ্ধি সংক্রান্ত বিল। তবে সব কিছুকে ছাপিয়ে বড় চমক অবশ্য হতে চলেছে এক দেশ এক কার্ড।
সৌজন্য:- মহানগর