আইসিসি যদি সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সে বিষয়ে তেমন কিছু করার থাকবে না: শেখ হাসিনা:
এম. ইউছুফ, অয়ন বাংলা, ঢাকা :
ক্রিকেটের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “তারা যদি সাকিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে সে বিষয়ে তেমন কিছু করার থাকবে না। এটা ঠিক যে সাকিব ভুল করেছে এবং তার ভুলটি বুঝতেও পেরেছে। তার এটি আইসিসিকে জানানো উচিত ছিল”।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনা মঙ্গলবার (২৯ অক্টোবর) সদ্য সমাপ্ত জোট-নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এর ১৮তম সম্মেলন শেষে আজারবাইজান সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন। তার সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বিসিবি তার (সাকিব) এর পাশে আছে এবং তাকে সব ধরনের সহযোগিতা দেবে”।
প্রধানমন্ত্রী আরও বলেন, “আইসিসি যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে সে বিষয়ে তেমন কিছু করার থাকবে না”। তিনি বলেন, এটা ঠিক যে সাকিব ভুল করেছে এবং তার ভুলটি বুঝতেও পেরেছে। “তার এটি আইসিসিকে জানানো উচিত ছিল”।
খেলোয়াড়দের ওপর জুয়াড়িদের নজর থাকার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে যারা ক্রিকেট জুয়াড়ি থাকে তারা যোগাযোগটা করে। ওর যেটা উচিত ছিল যখন ফিক্সিংয়ের যোগাযোগ করেছে তখন ও এটাকে বিশেষ গুরুত্ব দেয়নি। ফলে সে এ কথাটা আইসিসিকে জানায়নি। নিয়মটা হচ্ছে সঙ্গে সঙ্গে আইসিসিকে জানানো উচিত ছিল। এখানে সে একটা ভুল করেছে।
বাংলাদেশের ক্রিকেটারদের ১৩ দফা ধর্মঘট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটাররা এমন ধর্মঘটে যেতে পারে তা তিনি কখনো শুনেননি। তার মতে, সাধারণত প্রথমে দাবিগুলো তুলে ধরা হয় এবং পরে নোটিশ দিয়ে ধর্মঘট ডাকা হয়।