নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বালাদেশী জেলে নিহত :

Spread the love

নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বালাদেশী জেলে নিহত :

এম. ইউছুফ, বেঙ্গল রিপোর্ট, ঢাকা :

বাংলাদেশের কক্সবাজারের নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশী জেলে নিহত হয়েছে। নিহত জেলের নাম নুর মোহাম্মদ। এ সময় গুরুতর আহত হয় আবুল কালাম নামের অপর এক জেলে।
বাংলাদেশি কয়েকজন জেলে নাফনদীতে ঠেলা জাল নিয়ে মাছ ধরতে গেলে মিয়ানমার সীমান্তরক্ষী নৌ-বাহিনীর সদস্যরা তাদের উপর গুলি চালায়।

বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ-২ বিজিবি আওতাধিন খারাংখালী বিওপির একদল বিজিবি জওয়ান টহলকালে ৫নং সুইচ গেইট সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন গুলিবিদ্ধ দুই ব্যক্তির মধ্যে একজন মৃত এবং অপরজন কাতরাচ্ছে।

আহত ব্যক্তির কাছে জিজ্ঞাসাবাদে নিহত ব্যক্তি হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়া এলাকার জেলে, সে মৃত ছিদ্দিক আহমদের পুত্র নুর মোহাম্মদ (৩৪) এবং আহত ব্যক্তি একই এলাকার বক্তার আহমদের পুত্র আবুল কালাম (৩২) নিশ্চিত হয়। পর বিজিবি সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে গুলিতে নিহত জেলের মৃতদেহটি বিজিবির সহযোগিতায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

স্থানীয় ইউপি মেম্বার জাহেদ হোছাইন জানান, গুলিতে নিহত এবং আহত ব্যক্তিরা অসহায়, নীরিহ, গরীব এবং অত্র এলাকার প্রকৃত জেলে। অভাবের তাড়নায় নাফনদীতে ঠেলা জাল টানতে গিয়েই নাফনদীতে টহলরত মিয়ানমার নৌ-বাহিনীর গুলিতে নিহত এবং আহতের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.