নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা ,বরানগর:- যখন গোটা দেশে ধর্মের ভিত্তিতে রাজনীতি ,বিভেদের বেড়াজালে নিকৃষ্ট মানসিকতার উদ্ভব হচ্ছে ,সেই সময় বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য দৃষ্টান্ত হয়ে চলেছে।
এরকম এক সম্প্রীতি সৌভ্রাত্বের উদ্যেগ নিলেন বাংলার বিশিষ্ট সমাজসেবী সাবির আহমেদ ,উনার উদ্যেগে বরানগরে কৈবল্যধাম মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে ।
আগামী 20শে জানুয়ারী উদ্ভোবন ।
এই এলাকার জনগন হিন্দু মুসলিমের সৌভ্রাত্বের প্রতীক হিষাবে সমাজসেবী সাবির আহমেদ কে ধন্যবাদ জানিয়েছেন ।
তিনি “বলেন বাংলার সংস্কৃতি ঐতিহ্যের সংস্কৃতি,বাংলা গোটাদেশকে পথ দেখায় “