ওয়েবডেস্ক: বিজেপি নেতা হয়ে গরুর কথা শোনাবেন না তা হয় কখনও। কিন্তু শোনাতে গিয়ে এমন বাণী দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যে মাথা চুলকে চুলকেও তা বোঝার ক্ষমতা হবে না আপনার! গরুর সঙ্গে নারীর এক অসামান্য যোগসূত্র স্থাপন করলেন তিনি। বিদেশি গরু আর বিদেশি বউদের একই সারিতে নিয়ে আসলেন তিনি। দিলীপের কথায়, বিদেশি গরু যেমন গোমাতা হয় না, ফর্সা বউরাও সবসময় ভাল কাজে আসে না!
বিজেপি রাজ্যসভাপতির দাবি, অন্যান্য দেশ থেকে যে গরু আসে সেটা মোটেই গরু নয়, এক ধরনের জানোয়ার। যে হাম্বা হাম্বা করে না, সে গরু নয়। সেজন্য এ গোমাতাও নয়। এ হল আন্টি! আন্টির পুজো করলে দেশের কল্যাণ হবে না। এই প্রেক্ষিতেই তিনি বলেন, একইভাবে বহু মানুষের ইংরেজি পছন্দ, তাদের ইংরেজি বউও পছন্দ। কিন্তু এই ফর্সা ফর্সা বউদের বিয়ে করে নেতাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে! জেলে যেতে হচ্ছে, তাই দেশি গরুর উপর ভরসা রাখার ‘আর্জি’ দিলীপের।
তিনি আরও বলেন, ‘বিদেশি গরুর দাপটে দেশি গরুর জাত শেষ হয়ে যাচ্ছে। সম্প্রতি গির প্রজাতির গরু পোষার প্রভাব বাড়ছে। এই গরু দুধও দেয় বেশি। তার মধ্যে ঔষধি গুণ রয়েছে। কিন্তু অনেকেই বিদেশি গরু পুষছেন। পাশাপাশি তিনি আরও জানিয়ে দেন, গরুকে হত্যা করা, তার মাংস খাওয়াকে সমাজবিরোধী কাজ হিসাবেই আমরা দেখি। সেটাই দেখা উচিত। কলকাতার রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছে অনেকেই। কে কি খাবেন তা তাঁদের নিজস্ব ব্যাপার। কিন্তু তাঁরা বাড়িতে গিয়ে খেতে পারেন।
সৌজন্য:- মহানগর