ওয়েবডেস্ক: রবিবার থেকে রাজ্য তথা শহরজুড়ে শীতের আমেজ পড়বে বলেই জানিয়েছিল আবহাওয়া দফতর। কিন্তু আপাতত তা হতে দিচ্ছে না ‘বুলবুল’! আন্দামান সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সকলের কাছে। হাওয়া মহল জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আকার নেবে, এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের অন্তত তিনটি জেলায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এতএব, আবার বর্ষা।
আন্দামান সাগর লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হয়েছে। সাগর দ্বীপ থেকে তার দূরত্ব ৯৫০ কিলোমিটার, পারাদ্বীপ থেকে ৮৪০ কিলোমিটার। পূর্বাভাস বলছে, আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আকার নেবে ও ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোবে। শনিবার এর তীব্রতা আরও বাড়তে পারে। যার প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবার কোথাও ভারি বৃষ্টিপাতও হতে পারে।
শনিবার থেকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। যাঁরা রয়েছেন, তাঁদেরও ফিরতে বলা হয়েছে। বুলবুলের পরোক্ষ প্রভাবে শুক্রবার থেকেই মেঘলা হয়ে যাবে কলকাতার আকাশ, জানা যাচ্ছে এমনই। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের এক-দু’জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। রবিবার আবহাওয়া আরও খারাপ হবে কি না, তা নির্ভর করবে ঘূর্ণিঝড়ের শেষ মুহূর্তের গতিপথের উপর। তবে আশা করা হচ্ছে তা বাংলাদেশের দিকেই সরে যাবে। সুতরাং, কিছুদিনের মধ্যে শীতের মুখ আর দেখা যাবে না। ‘বুলবুল’ দয়া করলে খুব শীঘ্রই আসবে ঠাণ্ডা আমেজ।