ওয়েবডেস্ক: অযোধ্যা মামলা নিয়ে শীর্ষ আদালত যে রায়ই দিক না কেন, আইনের হাত যেন মজবুত হয়। সুপ্রিম কোর্ট অযোধ্যা মামলার রায় ঘোষণা করার পরই এই ঘোষণা করেছিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি। সেই মতো শনিবার ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় রামলালার পক্ষে দিয়েছে শীর্ষ আদালত। বিতর্কিত ২.৭৭ একর জমিতে রাম মন্দির-ই নির্মাণ হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় ৫ একর জমি দিতে বলা হয়েছে। যেখানে মসজিদ নির্মাণ হবে। দলমত নির্বিশেষে সকলে এই রায়কে স্বাগত জানালেও মুসলিম লীগ প্রধান ওয়েইসি মোটেও খুশি নন।
অযোধ্যার ঐতিহাসিক রায়ের পর আসাদুদ্দিন ওয়েইসি কড়া ভাবে বলেছেন, ‘৫ একরের অনুদান চাই না।’ মুসলিম লীগ প্রধানের কথায়, ‘এই রায়ে আমি সন্তুষ্ট নই। সুপ্রিম কোর্ট সত্যিই শেষ কথা, কিন্তু অকাট্য নয়। সংবিধানের ওপর পূর্ণ ভরসা আমার রয়েছে। আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই চালাচ্ছি। ওই ৫ একরের অনুদান আমাদের চাই না। আমাদের উচিত ওই ৫ একর জমি অস্বীকার করা।’