রাহুল রায় ,পূর্ব বর্ধমান ,অয়ন বাংলা:- আজ দুপুর 12:10 নাগাদ কাটোয়া নতুন থানার সামনে রাস্তার পাশে খেলা করছিলো পাঁচ ছয় বছর বয়সী একটি বাচ্চা। কাটোয়ার দিক থেকে থেকে ছুটে আসা দ্রুতগামী একটি চারচাকা গাড়ি ধাক্কা মারার ফলে, গুরুতর আহত হয় বাচ্চাটি। এলাকাবাসী ঘাতক গাড়িটিকে আটক করে, বাচ্চাদের পরিবারের সদস্যদের নিয়ে ওই গাড়িতেই চিকিৎসা উদ্দেশ্যে রওনা হয় কাটোয়া মহকুমা হাসপাতাল। গাড়িটি একটু যাওয়ার পরেই লেভেল ক্রসিংয়ে প্রথম গেট অতিক্রান্ত হওয়ার সাথে সাথে দ্বিতীয় গেটটি পড়ে গেলে, গাড়িটি আটকে থাকে মাঝখানে রেলপথে।
পরিবারবর্গ দ্বিতীয় গেটটি তুলে দেয়ার জন্য গেটকিপার কে অনুরোধ করে। উপস্থিত গেটে আটকানো অন্যান্য যানবাহনের চালকরা অনুরোধ করতে থাকে শুধুমাত্র ওই গাড়িটিকে ছেড়ে দেয়ার জন্য, কিন্তু নিয়মের বেড়াজাল ভাঙতে অস্বীকার করে গেটকিপার। ফলে একটি অশান্তিকর পরিবেশ তৈরি হয়। ওইখানে দায়িত্বে থাকা 1 জন সিভিক ভলেন্টিয়ার, গেটকিপার কে বাধ্য করে , গেটটি তুলে দেয়ার জন্য। অবশেষে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়, বাচ্চাটিকে। বর্তমানে সে এখন বিপদমুক্ত। বাচ্চাটির নাম ঠিকানা জানা যায়নি।
পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট।