আশ-শিফা ট্রাস্টের চিকিৎসা সচেতনতা বিষয়ক সেমিনার বহরমপুরে
নিজেস্ব সংবাদদাতা, অয়ন বাংলা, মুর্শিদাবাদ; মুর্শিদাবাদ জেলার এক মানবতার মুক্তি সূর্য ডঃ ইয়ার আলি এর আহ্বানে পুরোপুরি ইসলামের দৃষ্টিতে চিকিত্সা বিদ্যা কে এগিয়ে নিয়ে যেতে আশ-শিফা ট্রাস্টের কর্ণধার হিসেবে একটা সেমিনারের আয়োজন করা হয়েছিল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরে।
উক্ত সেন্ট জনস্ অ্যাম্বুলেন্স হলে সকাল এগারোটা নাগাদ অনুষ্ঠানের শুভ আরাম্ভ হয়ে ক্রমাগত বিকেল পাঁচটা অবধি অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় থাকে বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তি ডঃ ইয়ার আলী, আনিসুর রহমান, এস.কে.এম মিজানুর রহমান, নবিউল কবীর প্রমুখ।
প্রধান আলোচনা ছিল হিজামা কে আরও বেশি বেশি করে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া ও মানুষ কুল কে হিজামা চিকিত্সা সচেতনতা প্রদান করা।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে সঠিক চিকিৎসা পদ্ধতি নিয়ে জনমানসে এক প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে সেই বিষয়কে মাথায় রেখে ইসলামী চিকিৎসা পদ্ধতি ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই নিয়ে কাজ করে চলেছে বাংলার বিখ্যাত চিকিৎসক ডাঃ ইয়ার আলী সাহেব ।আশ শিফা ট্রাষ্টের মাধ্যমে বাংলার প্রতিটি কোণে এই বিষয়ে ধ্যান ধারণা পৌছে দেওয়ার চেষ্টা করে চলেছে ,আগামী তে ব্যাপকভাবে এই বিষয়ে কাজ হবে জানালেন আশ শিফা ট্রাষ্টের কর্ণধার ডাঃ ইয়ার আলী সাহেব।