অয়ন বাংলা , ওয়েবডেস্ক:-মহানাটকের যবনিকা পতন ,অজিত পাওয়ারের দেখানো পথে এবার ইস্থফা বিজেপি মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের । এ যেন টান টান উত্তেজনারবটি টোয়েন্টি ম্যাচ। গত কয়েকদিনের চূড়ান্ত নাটকের অবশেষে অবসান। পথটা দেখিয়ে দিয়েছিলেন এনসিপি নেতা তথা ৭৮ ঘন্টার উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর ইস্তফার পর, সবার নজর ছিল মহারাষ্ট্রে সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের দিকে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি। সঙ্গে এটাও জানিয়ে দিলেন তাঁদের কাছে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতাও নেই।
কার্যত হার স্বীকার করে নিল বিজেপি ।