নিউজ ডেস্ক:- এ যে ঘোর বিপদ এন আর সি হলে রাজ্যপাট যাবে মুখ্যমনিন্ত্ব ও যাবে ,আর দেশ ছাড়তে হবে। সারাদেশে এনআরসি করার হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেই এনআরসি চালু করার বিষয়ে নিজের পদ নিয়েই সন্দিহান প্রকাশ করলেন স্বয়ং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সম্প্রতি কালিয়াগঞ্জ বিধানসভায় ভোট প্রচারে এসে তার এই বক্তব্য ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও বিষয়টি নিয়ে চক্রান্তের অভিযোগ বিজেপির।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে লক্ষ করা যাচ্ছে, বিপ্লব দেব বলছেন, তাঁর বাবা এবং আত্মীয়রা বাংলাদেশ থেকে এসেছিলেন। তাই ত্রিপুরায় এনআরসি চালু হলে মুখ্যমন্ত্রীর পদ হারাতে হবে তাকে। যদিও নিজের জন্ম এদেশে বলেই দাবি করেন তিনি। ভিডিও তে তার বক্তব্য, এনআরসি নিয়ে যদি কিছু হারায় তাহলে সেই তালিকায় আমিও পড়বো। যদিও বিজেপির দাবি, নোংরা রাজনীতির জন্যই
মুখ্যমন্ত্রীর অসম্পূর্ণ বক্তব্য এইভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে।