গর্জন ফ্লপ দিলীপের, তিন বিধানসভা কেন্দ্রেই সবুজ সাইক্লোন শাসকদলের
ওয়েবডেস্ক: ঝড় নয়, তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই যেন সবুজ সাইক্লোন। করিমপুর, খড়্গপুর এবং কালিয়াগঞ্জ; তিনটি কেন্দ্রে ইতিমধ্যেই সপ্তম রাউন্ড শেষ হয়েছে। প্রত্যেক কেন্দ্রে এগিয়ে গিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ফুটেছে ঘাসফুল। ম্যাজিক করে দেখিয়েছেন প্রশান্ত কিশোর। আর চুপসে যেতে দেখা যাচ্ছে পদ্মফুল।
করিমপুরের আসনটি ছিল তৃণমূলেরই। মহুয়া মিত্র সাংসদ নির্বাচিত হওয়ার কারণে এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে প্রত্যাশিতভাবেই এগিয়ে করিমপুরের তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়। সপ্তম রাউন্ড শেষে প্রায় ২৭,০০০ হাজারের ভোটে এগিয়ে রয়েছে ঘাসগুল শিবির। এই মার্জিন বিজেপির পক্ষে আর কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে না।
তবে বেলা বাড়ার পর চমকে দিয়েছে কালিয়াগঞ্জ। কারণ লোকসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী ৫৭,০০০ ভোটে এগিয়ে ছিলেন। সেই লিড তো উধাও হয়েই গিয়েছে। উল্টে তৃণমূল প্রার্থী তপন দেব সিং প্রায় ৪০০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন এই কেন্দ্রে। ফলে রীতিমতো উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তৃণমূল কর্মীরা।
খড়্গপুর সদরও বড় সারপ্রাইজ দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তিনবারের বিজেপির আসন ও বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আসনে পিছিয়ে পড়েছে তৃণমূল। সাত রাউন্ড গণনা শেষে প্রায় ১২,০০০ ভোটে এগিয়ে। ফলে মেদিনীপুরের সাংসদের হম্বিতম্বি রীতিমতো পরিহাসে পরিণত হয়েছে বলা চলে।