রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ দিদিকে বলো কর্মসূচি পালনের নির্দেশ হয়। উচ্চ নেতৃত্বের সেই নির্দেশ পালনে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার শুক্রবার বিকেলে কাটোয়া ২নং ব্লকের পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত রোণ্ডা গ্ৰামে দিদিকে বলো কর্মসূচির প্রচার অভিযান সারলেন। রোণ্ডা গ্ৰামে পৌঁছে গ্ৰামবাসীদের সাথে কথা বললেন কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার। শুনলেন নানান অভাব-অভিযোগের কথা। দিদিকে বলো কর্মসূচির ভিজিটিং কার্ড,স্টিকার গ্ৰামবাসীদের হাতে তুলে দিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্যার কথা জানানোর অনুরোধ জানান কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার। শুক্রবার সন্ধ্যায় রোণ্ডা গ্রামে কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনসংযোগ সভা। জনসংযোগ সভায় কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদারের কাছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের দাবি-দাওয়ার কথা জানালেন। এবং কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেইগুলিকে মিটিয়ে দেবার আশ্বাস দিয়েছেন। উপস্থিত ছিলেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা পিন্টু মন্ডল,পলসোনা গ্ৰাম পঞ্চায়েতের উপপ্রধান সাগর সাহা, পঞ্চায়েত সদস্য ফড়িং ঘোষ সহ প্রমুখ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদারের আশ্বাসে খুশি।