রাহুল রায়,অয়ন বাংলা ,পূর্ব বর্ধমানঃ প্রথমবার মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত কাটোয়ার দোনা গ্রামে।সোমবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের করুই গ্রাম পঞ্চায়েতের দোনা গ্রামবাসীদের পরিচালনায় দোনা ফুটবল ময়দানে মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়।এই ফুটবল খেলায় অংশগ্রহণ করে গুসকরা বালিকা বিদ্যালয় ও এরুয়ার উদয়াচল মহিলা ক্লাব।এই ম্যাচে এরুয়ার উদয়াচল মহিলা ক্লাব ২-০ গোলে গুসকরা বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।খেলার শেষে উভয়দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন করুই গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা মালিক,আয়োজকদের পক্ষে সঞ্জয় চৌধুরী, বংশগোপাল দত্ত সহ প্রমুখ,ফুটবল বিশেষজ্ঞ বৈদ্যনাথ ভট্টাচার্য,প্রাক্তন ফুটবলার সুকান্ত সামন্ত। খেলার মাঠে প্রচুর দর্শক উপস্থিত ছিল।