ক্যাবের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন সারা বাংলার মুসলিম সমাজ

Spread the love

ক্যাবের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন মুসলিম সমাজ

ওয়েব ডেস্ক,অয়ন বাংলা:- সংসদের উভয়কক্ষে সংবিধান বিরোধী ‘কালাকানুন’ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার ফলে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ আতংকিত। কেন্দ্রের বিজেপি সরকারের CAB কে সামনে রেখে দেশ জুড়ে NRC ও ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের উদ্যোগে দেশের মুসলিমরা অস্তিত্ব সংকটের মুখোমুখি। এমতাবস্থায়, রাজ্যের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের উপস্থিতিতে নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে দু’দফা কর্মসূচি গৃহীত হয়েছে :

1, আগামী শুক্রবার, 13/12/2019 রাজ্য জুড়ে গ্রাম, শহর ও শহরতলিতে কালো পতাকা হাতে মিছিল ও নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে গণ বিক্ষোভ অভিযান।
2, বিশ্ব সংখ্যালঘু অধিকার রক্ষা দিবস উপলক্ষে আগামী 18 ই ডিসেম্বর কলকাতায় জমায়েত ও রাজভবন অভিযান।

আগামী ১৩ ডিসেম্বর শুক্রবার প্রতিবাদ দিবস। রাজ্যের সর্বত্র কালো পতাকা টাঙ্গানো হবে। একই সঙ্গে CAB এর বিরুদ্ধে পোস্টার লাগানো হবে। মসজিদে জুমার খুতবায় আলোচনা করা হবে। CAB এদেশের মুসলমানদের স্থায়িত্বকে নষ্ট করার গভীর ষড়যন্ত্র করেছে, সেটি তুলে ধরা হবে। একই সঙ্গে ১৮ ডিসেম্বর রাজভবন অভিযানকে সফল করতে সমস্ত মসজিদকে উদ্যোগ নিতে হবে এক প্রেস বিবৃতিতে জানালেন সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান।

1, সৈয়দ ইরফান শের (সর্ব ধর্ম সমন্বয় কমিটি)
2, মুহাম্মদ কামরুজ্জামান ( সংখ্যালঘু যুব ফেডারেশন)
3, ইমতিয়াজ আহমেদ মোল্লা (ডিএনপি)
4, সেক ইফতেখার হোসেন (দিশা)
5, ছোটন দাস (বন্দি মুক্তি কমিটি)
6, শওবান সিদ্দিকি (হেজবুল্লা, ফুরফুরা শরীফ)
7, মহিব্বুল্লাহ হুসায়েন ( J A Y F)
8, আবুল হোসেন মোল্লা ( IMLU)
9, শরদিন্দু উদ্দীপন (জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক)
10, তায়েদুল ইসলাম ( PFI)
11, মুহাম্মদ শাহ আলম ( সদ্ভাবনা মঞ্চ)
12, সাজিদুর রহমান ( পঃবঃ মাদ্রাসা ছাত্র ইউনিয়ন)
13, সেখ হাসিবুর রহমান ( হ্যাক ওয়েলফেয়ার সোসাইটি)
14, সিয়ামত আলি ( PYF)
15, আবু সিদ্দিক খান ( সিরাত ওয়েলফেয়ার ট্রাস্ট)
16, সুকৃতি রঞ্জন বিশ্বাস ( JACBF)
17, সামসুর আলি মল্লিক ( আহলে সুন্নাতুল জামাত)
18, গোলাম আলি মল্লিক (KLC)
19, তাহেরুল হক ( জামাতে ইসলামী হিন্দ)
20, আসিফ আলি ( আল ইকরা)
21, ওকাব আলি সর্দার (BASE)
22, মুফতি ইমদাদুল্লা (J I U)
23, জাকির হোসেন মোল্লা ( PYF)
24, মহঃ রাফে এম.সিদ্দিকি ( G H F)
25, সাব্বির আলি ( জমিয়তে আহলে হাদীস)
26, মুরসালীম সেক (NO NRC GROUP)
27, মনজর হুসায়েন ( কলকাতা মসজিদ আ্যসোসিয়েশন)
28, আবু তালেব রহমানী
29, গোলাম মঈনুদ্দিন
30, আমিনুল আম্বিয়া
31, আব্দুল মোমেন
32, আলি রেজা মোল্লা
33, সাদাব মাসুম
34, টিপু সুলতান
35, মুহাম্মদ নাজমুল আরেফিন
36, সিরাজুল মোল্লা
37, সালমান শের
38, ওয়ায়েজ ইসলাম (ইন্ডিয়ান প্লুরারিজম ফাউন্ডেশন)

মুফতি আব্দুল মাতিন ও পীরজাদা ত্বহা সিদ্দিকী এই আন্দোলনের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন। ১৮ ডিসেম্বর অংশগ্রহণ করবেন।

বিঃদ্রঃ পরবর্তী কর্মসূচি মহা সমাবেশ থেকে ঘোষনা করা হবে।

One thought on “ক্যাবের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিলেন সারা বাংলার মুসলিম সমাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.