ওয়েবডেস্ক:- ক্যাব আইন নিয়ে জ্বলছে পুর্ব ভারত ,বিশ্বাস করতে পারছে না অমিত শাহকে ।এই বিলের তীব্র সমালোচনায় বুদ্ধিজীবি ও সচেতন নাগরিকরা । এই পরিপেক্ষীতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত বিভিন্ন মুসলিম সংগঠনগুলি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজকাল আর কেউ বিশ্বাস করতে চাইছে না৷ তিনি সংসদে দাঁড়িয়ে বার বার বলেছেন ক্যাবে ক্ষতিগ্রস্ত হবে না অসম সহ উত্তর-পূর্ব ভারত৷ তাঁর কথা বিশ্বাস করছে না সেখানকার সংগঠনগুলি৷ সেখানে বিশেষ করে অসমে অগ্নিগর্ভ অবস্থা৷ ক্যাব বিরোধী আন্দোলন চলছে৷ অন্যদিকে ভারতের মুসলিমদের এই আইনের ফলে কিছু হবে না৷ অমিত অভয়বাণীতে ভরসা রাখতে পারছে না মুসলিম সংগঠনগুলিও৷ আর তাই কাল বিলম্ব না করে রাজ্যসভায় ক্যাব বিল পাশ হওয়ার ২৪ ঘন্টা কাটার আগেই সুপ্রিমকোর্টে এই আইন আটকাতে দুটি পৃথকভাবে মামলা করল জামায়েত- উলেমা হিন্দ(জেইউএইচ) ও অল ইন্ডিয়া মুসলিম লিগ (এআইএমএল)৷ এছাড়া শীর্ষ আদালতের পথে যেতে চলেছে কংগ্রেসও৷ সবার এক কথা নাগরিকত্ব সংশোধনী বিল(ক্যাব) আইনে পরিণত হলে তা নিশ্চিতভাবে সংবিধানের ১৪ ও ১৫ অনুচ্ছেদ( সকল নাগরিকের সমানাধিকার) ও দেশের ধর্ম নিরপেক্ষতায় বিরাট আঘাত হবে৷ মামলাকারীদের বক্তব্য, এর ফলে আন্তর্জাতিক আঙিনায় ভারতের বদনাম হয়ে যাবে৷
বিশ্বের অন্যান্য দেশের কাছে দেশের ক্রমাগত ভাব মুর্তি ক্ষুন্ন করে চলেছে অমিত শাহ আর মোদিজী ,এই প্রেক্ষীতে এই বিল আইনে পরিণত না হওয়া উচিত বলে মনে করছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ ও বুদ্ধিজীবিরা ।