নির্বিকার আনসারুল ইসলাম

Spread the love

নির্বিকার
আনসারুল ইসলাম

বিশ্বাস আর অবিশ্বাসের দোলায়-
দোদুল্যমান সমাজ।
চারিদিকে অস্ত্রের ঝনঝন শব্দ।
বিষাক্ত বাতাসে ছেয়েছে আকাশ
বাতাসে বিষবাষ্প।
সীমান্তে প্রহরায় বীর সেনারা।
স্বপ্নে মশগুল পুঁজিবাদ
বাকযুদ্ধে ব্যস্ত নেতা।

আকাশে বাতাসে কান্নার রোল।
শহীদের রক্তে ভিজেছে ধরিত্রী!
সন্ত্রাসীর কালো থাবায় নিষ্পেষিত
নিষ্পাপ অগণিত প্রাণ।
স্বজন হারানো শোকে মুহ্যমান-
বেদনা দীর্ন পরিবার।
ঘাত প্রতিঘাতে মত্ত কালো হাত।
বিবেক দুয়ার প্রায় স্তদ্ধ।

মরছে কারা ?
লড়াকু সেনা ! অথবা!
অসহায় নিরন্ন মেহনতি মানুষ
প্রতিবাদী ভাষা ভোতা প্রায়।
যদি দেশদ্রোহী তকমা লাগে গায়ে।
পড়তে পারে শেকল মুক্তমনা পায়ে।
নীরবতায় শ্রেয় তাই।

অশুভ শক্তির অশনি সংকেত।
সুযোগ সন্ধানীদের উস্কানিমূলক প্রলাপ।
থরে থরে সজ্জিত অস্ত্র সম্ভার
যা দিয়ে এই পৃথিবী সাতবার ধ্বংস করা যায়।
অস্ত্র ব্যবসায়ীদের বাজার ধরার তাড়া
বেবুকের হানাহানি সুযোগ নিতে চাই।
যুদ্ধ সেতো জীবন নিয়ে খেলা।
যুদ্ধে কোন ভালোই নাই।

দারিদ্রতা গ্রাস করেছে অগণিত মানুষ।
নেই অন্ন নেই বস্ত্র নেই বাসস্থান
প্রতিনিয়ত ছটফট করছে ক্ষুধার্থ শিশু
লাখো মানুষের ভিড় খোলা আকাশের নিচে!
নোনা জলে সিক্ত বৃদ্ধার চোয়াল।
চারিদিকে বেকারের হাহাকার!
নির্বাক সমাজ দিবানিদ্রায় মগ্ন।
শুভ বিবেক আজ নির্বিকার।
-: :- -: :- -: :-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.