দত্তপুকুরে মুসলীম যুবককে গণপ্রহারে হত্যা, ইন্টারনেট পরিসেবা বন্ধ
নিউজডেস্ক, টাইমস্ বাংলাঃ এবার মবলিঞ্চিংয়ের ঘটনা ঘটল মমতার রাজ্যে। উত্তর ২৪ পরগনার দত্তপুকুর এলাকায় আশাদুল ইসলামকে (৩৫) পিটুনি দেওয়ার পর গলা ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ পরিবারের।
স্থানীয় সুত্রের খবর, দত্তপুকুরে একটি মেলাতে ঐ যুবক মনহারী দোকান পেতে ছিলেন। দোকানে জিনিস বিক্রিকে কেন্দ্র করে এক মহিলার সঙ্গে বচসা হয়। এই ঘটনার পর মেলা কমিটির লোকেরা তাকে ধরে নিয়েগিয়ে একটি ক্লাবঘরে বন্ধ করে।
সেই ক্লাবঘরেই তাকে নির্মম ভাবে প্রহার করা হয়, এবং গলাতে দড়ির ফাঁস দিয়ে হত্যা করে।
মৃত্যর খরব পেয়ে মৃতের গ্রাম নরসিংহ পুরের মসজিদ পাড়া থেকে কিছু লোক ঘটনাস্থলে এলে পুলিশ তাদের ধড়পাকড় শুরু করে।ফলে এলাকা থমথমে হয়ে পড়ে।
জানাগেছে ঐ ক্লাবের সদস্যরা স্থানীয় তৃণমূল পার্টির উপপ্রধান মানতু সাহার অনুগামী। হত্যার পর তারাই এলাকায় দলবেঁধে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে দাবিয়ে বেড়ায় এবং টেলি টাওয়ারেজ আগুন লাগায়।
ঘটনাটিকে কেন্দ্র এলাকায় অশান্তি যাতে ছড়িয়ে পড়ে সেজন্য প্রশাসন এলাকায় ইন্টারনেট পরিসেবা বন্ধ রেখেছে বলে জানা গেছে।
সূত্র:- TiMES Bangla