এন পি আর ,এনআর সি ,সিএএ আতঙ্ক বিশাল প্রতিবাদ জনসভা ধুলাউরি হাই স্কুল মাঠ ।
মিয়াদাদ হোসেন,অয়ন বাংলা ,লালগোলা:-বতর্মান ভারতে রাজনৈতিক পরিস্তিতিতে বড়ো উত্তেজনা সৃষ্টি হয়েছে।যার কারণ রয়েছে কেন্দ্রীয় সরকারের ফ্যাসিবাদি নীতি গ্রহণ ,বলে মনে করছেন রাজনৈতিক মহল ।একেরপর নীতি সাধারণ মানুষের সুবিধা পরিবর্তে অসুবিধা বেশি হচ্ছে।এন পি আর ,এন আর সি ,সিএএ বিরুদ্ধে প্রতিবাদ জনসুমুদ্র পরিচয় পেতে চলেছে।ধুলাউরি হাই স্কুল ময়দানে বিশাল জনসমাগম দেখে বোঝা যাচ্ছে ,মানুষের মধ্যে এন আর সি আতঙ্ক বিরাজ করছে।দুপুর১টা সময় সভা কাজ শুরু হয় বিকেল5 টা পর্যন্ত ।যশাইতলা নাগরিক মঞ্চ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোলকাতা হাই কোটে আইনজীবী ইমতিয়াজ আলী , অনিবান তালাপত্র,নাজমুল হক মুক্তি সাহেব,এবংপুরোহিত পৃণ চ্যাটাজি ,সমাজে জ্ঞানী গুণী ব্যাক্তি গন ।