ওয়েব ডেস্ক:- খরচ পরিবর্তিত থাকলেও প্রত্যাশা মতো আয় হয়নি। যার জেরে আর্থিক ঘাটতির লক্ষ্যভ্রষ্ট হওয়ার পথে নরেন্দ্র মোদী সরকার। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য কেন্দ্র ফের রিজার্ভ ব্যাংকের কাছে হাত পাততে চলেছে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে। অন্তর্বর্তী ডিভিডেন্টে চেয়ে আসন্ন বাজেটের আগেই অর্থ মন্ত্রকের তরফে দেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হতে পারে বলে গোটা প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত অন্তত তিন জন শীর্ষকর্তা জানিয়েছেন।
সংসদে পেশ করা বাজেটে চলতি আর্থিক বছরের জন্য ₹৭.০৩ ট্রিলিয়ন আর্থিক ঘাটতির লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল। যা জিডিপির ৩.৩ শতাংশ। কিন্তু যা পরিস্থিতি তাতে সরকারের আর্থিক ঘাটতির লক্ষ্যভ্রষ্ট হওয়া শুধু ঘোষণার অপেক্ষা। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের একমাত্র ভরসা রিজার্ভ ব্যাংক। এই দফায় অন্তর্বর্তী ডিভিডেন্টে বাবদ আরবিআইয়ের থেকে কেন্দ্র অন্তত ৩৫,০০০ কোটি টাকা চাইতে পারে বলে সূত্রের খবর। আর এই অনুরোধ আরবিআই গ্রহণ করলে এই নিয়ে টানা তিন বছর দেশের সর্বোচ্চ ব্যাংকের থেকে অন্তর্বর্তী ডিভিডেন্ট বাবদ অর্থ কেন্দ্রের কোষাগারে ঢুকবে।
কেন্দ্রীয় সরকারকে ₹১,৭৬,০৫১ কোটি টাকার অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। ইকনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক (ECF) পর্যালোচনার পর ২০১৮-১৯ অর্থবছরের উদ্বৃত্ত হিসেবে ₹১,২৩,৪১৪ কোটি এবং অতিরিক্ত খাতে আরও ₹৫২,৬৩৭ কোটি দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্ৰীয় ব্যাংক। এর মধ্যে চলতি আর্থিক বছরে কেন্দ্র পাচ্ছে ১ লক্ষ ৪৮ হাজার কোটি টাকা। তার পরেও আয়-ব্যায়ের ফারাক মেটাতে আরবিআইয়ের কাছে হাত পাততে হচ্ছে সরকারকে।
যদিও এই বিষয়ে অর্থ মন্ত্রক বা আরবিআইয়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
রিজার্ভ ব্যাংকের থেকে কেন্দ্রের ডিভিডেন্ট নেওয়া নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কেন্দ্র ফের সেই পথে গেলে বিরোধীদের হাতে নতুন অস্ত্র চলে আসবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
সৌজন্য:- এই সময় পত্রিকা