নির্বাচন কমিশনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট লোকসভা নির্বাচনে ৩৪৭টি আসনের ভোটগণনায় গরমিল সেজন্য

Spread the love

নিউজ ডেস্ক:- লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে সরকার চলছে। এরই মাঝে সুপ্রিম কোর্ট নোটিশ দিল নির্বাচন কমিশনকে। লোকসভা নির্বাচন শেষ হয়েছে বেশ কয়েকমাস হল। নতুন সরকার গঠিত হয়েছে। দ্বিতীয়বার বিপুল পরিমাণ আসনে জিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ ছিল, ইভিএম মেশিনে কারচুপি হয়েছে। আর এতদিন কেটে গেলেও লোকসভা নির্বাচনের ভোটগণনা নিয়ে বিতর্ক কিছুতেই যেন থামছে না। নির্বাচনে ৩৪৭টি আসনের ভোটগণনায় গরমিল রয়েছে। এমনই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর) এবং কমন কজ নামক দু’‌টি স্বেচ্ছাসেবী সংস্থা। আর সেই মর্মেই শীর্ষ বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশনকে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে এই সংক্রান্ত পিটিশনের শুনানি হবে দেশের শীর্ষ আদালতে। এডিআর–এর তরফ থেকে বেশ কিছু তথ্য তুলে ধরে বলা হয় লোকসভা নির্বাচনে ৫৪২টি আসনের মধ্যে ৩৪৭টি আসনেই ভোটগণনার ক্ষেত্রে গুরুতর অমিল। দেখা গিয়েছে, ভোট গণনা এবং ভোট দানের সংখ্যার মধ্যে বিস্তর ফারাক। সেখানে বলা হয়েছে, সংস্থার করা সমীক্ষায় ভোটগণনার ক্ষেত্রে একাধিক ত্রুটি চোখে পড়েছে। বিভিন্ন আসনে এক থেকে ১,০১,৩২৩ ভোটের অসঙ্গতি রয়েছে। যা কিনা সমগ্র ভোটদানের ১০.৪৯ শতাংশ। সংস্থাটির দাবি, অন্তত কমবেশি ছ’টি আসনে যে কটি ভোট পড়েছে, তা বিজয়ীর জয়ের ব্যবধানের চেয়ে ঢেড় বেশ। যার ফলে আরও বেশি করে ভ্ররু কুচকেছে ওই দুই সংস্থার।‌‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.