পশ্চিমবঙ্গের বিধানসভাতেও পাশ হবে সিএএ বিরোধী প্রস্তাব বললেন মমতা ব্যার্নাজী

Spread the love

ওয়েবডেস্ক:- এবার বাংলাতেও সিএএ বিরোধী প্রস্তাব পাশ করানোর বললেন মাননীয়া মুর্খ্যমন্ত্রী মমতা ব্যার্নাজী। দিনকয়েক আগে ঘণ্টাখানেকের জন্য বসেছিল বিধানসভা। সেখানে নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পাশ করানোর কথা উঠলেও তাতে সায় ছিল না বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক বিষোদ্গার করতে শোনা গিয়েছিল বাম-কংগ্রেস নেতাদের। তবে এদিন উত্তরবঙ্গে উড়ে যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সিএএ বিরোধী প্রস্তাব পাশ করানোর বিষয়ে কথা বলেন মমতা। তিনি জানান, ‘সিএএ বিরুদ্ধে সব রাজ্যেরই উচিত প্রস্তাব পাশ করানো।’

এই প্রসঙ্গে এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘যদি বিরোধী দলগুলি রাজি থাকে তবে আমরাও এই নিয়ে একটি বৈঠক করব। তিন-চারদিনের মধ্যেই বাংলার বিধানসভাতে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হবে।’ একই সঙ্গে উত্তরপূর্বের রাজ্যগুলিকে এনপিআর-এ অংশ না নেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এনপিআর নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক একমাত্র পশ্চিমবঙ্গই বয়কট করেছিল। কেননা এনআরসি-র প্রথম ধাপ হিসেবেই দেখা হচ্ছে।

প্রসঙ্গত, আজ সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাগোয়া শিবমন্দিরে একটি খেলার মাঠে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করবেন তিনি। বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা বিকেল সাড়ে তিনটেয় শিবমন্দির যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসবের সূচনা ছাড়াও উত্তরবঙ্গের ৯ জন বিশিষ্টকে ‘বঙ্গরত্ন’ সম্মান দেবেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই উদ্বোধন করবেন কাওয়াখালি এলাকায় তৈরি হওয়া শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের নতুন বহুতল ভবন ‘উত্তরীয়া’র। তারপর পাহাড়ে চলে যাবেন।

২২ জানুয়ারি এনআরসি, সিএএ বিরুদ্ধে পাহাড়ে মিছিল করার কথা মুখ্যমন্ত্রীর। ২৩ জানুয়ারি তিনি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করবেন। আপাতত, মঙ্গলবার কোনও অনুষ্ঠান সূচি নেই মুখ্যমন্ত্রীর। তবে বিনয় তামাং, অনীত থাপাদের সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সৌজন্য:-মহানগর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.