নিউজ ডেস্ক:- গতকাল ডা কাফিল খানের গ্রেফতারের পর আজ গ্রেফতার করা হল কানহাইয়া কুমার কে। CAA এর মিছিলে মন্তব্যের জেরে গতকাল উত্তরপ্রদেশের হাসপাতালে জরুরিকালীন শিশুদের জন্য অক্সিজেন পৌছে দেওয়া ডাক্তার কাফিল খানকে গ্রেপ্তারের পর ২৪ ঘন্টা না কাটতেই গেপ্তার করা হলো সিপিআইয়ের নেতা ও জেএনইউয়ের প্রক্তন ছাত্র সভাপতি কানহাইয়া কুমারকে। বিহারের বেথিয়া জেলায় মিছিল থেকে পুলিশ তুলে নিয়ে গেল তাঁকে।
বৃহস্পতিবার ‘সংবিধান বাঁচাও–নাগরিকতা বাঁচাও’ পথসভার নেতৃত্ব দিচ্ছিল প্রাক্তন ছাত্রনেতা। এই পথসভা পশ্চিমী চম্পারণের গান্ধিজীর আবাসন থেকে শুরু হয়ে ২৯ ফেব্রুয়ারি পাটনার গান্ধী ময়দান পর্যন্ত হওয়ার কথা। এদিন সিএএ ও এনপিআরের বিরোধিতা করে গান্ধী ময়দানে মহাসভার আয়োজন করা হয়েছিল। সেখানে কানহাইয়ার বক্তৃতা দেওয়ার দেবেন বলে ঠিক হয়েছিল। পশ্চিমী চম্পারণের এসডিএম– এর বক্তব্য, ‘কানহাইয়ার কুমারের কাছে সার্বজনীন পথসভায় উপস্থিত থাকার অনুমতি নেই। তাই বেথিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’
আজ গোটা দেশ যখন উত্তাল সি এ এ বিরোধী আন্দোলনে তখন এই গ্রেফতার এখন কোন পথে যায় সেটাই দেখার ।