দিল্লীতে জামিয়ার প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি, স্লোগান উঠল “এই নে আজাদি”
নিউজ ডেস্ক :-দিল্লিতে এক অভাবনীয় ঘটনা ঘটল। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে আতঙ্ক। বৃহস্পতিবার ভরদুপুরে এক ব্যক্তি পড়ুয়াদের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে আসেন। সেই বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী পড়ুয়াদের লক্ষ্য করে বলেন, “এই নে আজাদি” । এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। জখম এক। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তেজনার জেরে যাতে যান চলাচলে বিঘ্ন না ঘটে, তাই ঘুরিয়ে দেওয়া হয়েছে রুট। রক্তাক্ত অবস্থায় প্রথমে তাঁকে নিরস্ত্র করে পুলিশ। পড়ে আটক করে গ্রেফতার করা হয়। সোশাল সাইটে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটাই দেখা গিয়েছে।
গত মাসের ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে। এদিকে জামিয়া বিশ্ববিদ্যালয় থেকে খুব একটা দূরে নয় শাহিনবাগ। যেখানে গত এক মাস ধরে মুসলিম মহিলারা ধর্নায় বসেছেন। তাঁদের দাবি, সিএএ বিলোপ করতে হবে। এদিন মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকী স্মরণে জামিয়া থেকে রাজঘাট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করছিলেন জামিয়ার পড়ুয়ারা সেই সময় ঘটে এই গুলি চালনার ঘটনা।