ছবি :- প্রতীকি
নিউজ ডেস্ক:- দেশের নথি পাচার ,সার্জিক্যাল স্ট্রাইক সবকিছুই আজ প্রশ্নের মুখে । পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই–এর হয়ে কাজ করা অভিযোগে গ্রেপ্তার করা হল বজরং দল ও বিজেপির পাঁচজন নেতাকে। ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সতনা জেলায়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, দেশের গুরুত্বপূ্র্ণ সরকারি নথি আইএসআই–কে পাচার করছিলেন তাঁরা। দেশে সন্ত্রাসবাদী হামলায় মদত দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। তথ্যের বিনিময়ে আইএসআই–এর থেকে অনেক টাকাও নিয়েছেন তাঁরা।
যদিও দেশ বিরোধী কার্যকলাপে আগেও নাম জড়িয়েছে বজরং দল ও বিজেপির নেতাদের বিরুদ্ধে। ২০১৭ সালে বজরং দলের নেতা বলরাম সিং সহ ভারতীয় জনতা দলের যুব মোর্চার নেতা ধ্রুব সাক্সেনা ও বেশ কয়েকজন বিজেপি নেতাকে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বইয়ের সন্ত্রাস দমন শাখা তাঁদের গ্রেপ্তার করেছিল। যদিও তাঁরা কিছুদিনের মধ্যে জামিনে মুক্তি পান। দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ ওঠার পরও অভিযুক্তদের মুক্তি দেয় কেন্দ্রের বিজেপি সরকার।
সৌজন্য:- আজকাল