অয়ন বাংলা ডেস্ক:- আবার বিতর্কিত মন্তব্য করে অনেকেই খবরের শিরোনামে যে থাকতে চাই তা ফের প্রমাণ প্ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। এর আগে বেটা ব্দেযাট হাতে মেরে খবরের শিরোনামে এসেছিল । দেশব্যাপী বিজেপির নেতা, মন্ত্রীদের যে বিতর্কিত মন্তব্য করা অভ্যাসে পরিণত হয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা। একের পর এক বিতর্কিত মন্তব্য করেই চলেছেন বিজেপি নেতৃত্ব। কাজের নেশায় বিয়ে করতেই ভুলে মোদিজী, প্রধানমন্ত্রী সম্পর্কে এমনটাই মন্তব্য করে এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গে বিজেপির দলীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।
সত্যিই ভাবতে অবাক লাগে বিজেপি নেতা মন্ত্রীরা কি সব হাঁটুর নীচে বুদ্্ধি নিয়ে মন্তব্য করে ।
সোমবার ইন্দোরে ড্রাগের নেশা নিয়ে আয়োজিত একটি সভায় নিজের অজান্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসলেন কৈলাশ বিজয়বর্গীয়। এদিন তিনি বলেন, নেশা করা ভালো, তবে সেই নেশা যেন দেশপ্রেমের হয় ৷ কিন্তু সেই নেশা যেন এতটা প্রবল না হয় যে কেউ মোদির মতো বিয়েই করলেন না৷ তার এমন মন্তব্যের পর মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতির মিডিয়া ইন চার্জ নরেন্দ্র সোলুজা বলেন, মোদী যদি বিয়ে না করে থাকেন, তাহলে যশোদাবেন কে? মোদি নির্বাচনের সময় যে হলফনামা দিয়েছিলেন, সেটা কি মিথ্যা? তবে ব্যাপারে কোন উত্তর দিতে পারেননি ওই বিজেপি নেতা। বলা যায় যে প্রধানমন্ত্রী বৈবাহিক সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেকায়দায় পরেছেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়।
এই স্যাোসাল মিডিয়ায় চলছে হাসির ঝলক ।