ওয়েবডেস্ক:-দিল্লীর ভোটে নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে উঠছে প্রশ্ন । যেদিন ভোট হয়, সেদিনই সাধারণত ভোটারদের উপস্থিতির চূড়ান্ত হার প্রকাশ করে থাকে নির্বাচন কমিশন। দিল্লির ক্ষেত্রে কিন্তু তেমনটা হয়নি। আর এতেই সন্দেহের গন্ধ পাচ্ছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশনের এহেন আচরণ দেখে তিনি ‘স্তম্ভিত’ বলে জানিয়েছেন এদিন।
গতকাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীতে তুলনামূলক ভোটদানের হার ছিল কম। শেষ পাওয়া খবরে, সন্ধে ৬টা পর্যন্ত প্রায় ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানা যাচ্ছিল। তবে শেষ অবধি কত শতাংশ ভোট পড়ল, তা আশ্চর্যজনকভাবে কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। সাধারণত সন্ধে ৭টা নাগাদ চূড়ান্ত ভোটদানের হার জানিয়ে দেয় কমিশন। যা নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন আপ সুপ্রিমো। তিনি টুইট করে এদিন বলেন, ‘(আমি) একেবারে স্তম্ভিত। নির্বাচন কমিশন করছে টা কী? কেন ওরা ভোটদানের হার প্রকাশ্যে আনছে না এতক্ষণ কেটে যাওয়ার পরও?’ টুইট করে প্রশ্ন করেছেন কেজরিওয়াল।
শনিবার সন্ধে ৬টা নাগাদ দিল্লিতে ভোটাভুটি বন্ধ হয়েছে। কিছু জায়গায় ৭টা পর্যন্তও চলছে ভোটগ্রহণ। ২২ ঘণ্টা কাটতে চললেও নির্বাচন কমিশন কোনও তথ্য প্রকাশ্যে আনেনি যে কত শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনে প্রায় ১.৪৭ বৈধ ভোটারের নাম তালিকায় ছিল। কিন্তু তাদের মধ্যে কতজন ভোট দিয়েছেন তা নিয়ে এখনও ধন্দ জিইয়ে আছে রাজনৈতিক মহলে।