ওয়েবডেস্ক:- এবার কলকাতাতেই করোনা ভাইরাস ,বিমানবন্দরে আটক । আর আতঙ্ক নয়, কলকাতাতে এবার ঢুকেই পড়ল নোভেল করোনাভাইরাস। এদিন, নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে ব্যাংকক থেকে একটি বিমান অরতরণ করে। সেই বিমানের ২ জন যাত্রীর করোনাভাইরাস ‘পজিটিভ’ এসেছে স্ক্যানারে। সেখান থেকে তাদের সরসারি বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, মোট ৩ জনের এই ভাইরাসের লক্ষণ ‘পজিটিভ’ এসেছে। প্রত্যেককেই বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকেরই বিমানবন্দরের থার্মাল স্ক্যানিং-এ করোনাভাইরাস ধরা পড়েছে। অন্যদিকে, অন্য এক বিমান যেটি ব্যাংকক থেকে দিল্লি অবতরণ করেছিল সেখানেও একজনের করোনাভাইরাস সন্দেহ করা হচ্ছে। তিনি স্পাইসজেট বিমানের ৩১এফ সিটে বসেছিলেন। ভাগ্যের বিষয় হল, ওই যাত্রীর পাশে আরও কোনও যাত্রী ছিল না।
বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, থার্মাল স্ক্রিনিং-এ ২ যাত্রীর করোনাভাইরাসের লক্ষণ দেখা গিয়েছিল। তাদের সরাসরি বেলেঘাটা আইডি-তে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে পরীক্ষার পর জানা যায়, তাদের করোনায় আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, চিনে বুধবার এই ভাইরাসের কারণে মৃত্যু হয়েছে ২৪২ জনের। এর আগে একদিনে এত লোকের মৃত্যু হয়নি। সোমবার একদিনে সবচেয়ে বেশ ১০৩ জন মারা গিয়েছিলেন। বুধবারের পরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ১৩১০ জন। এর পাশাপাশি এক নতুন পদ্ধতিতে এই রোগের নির্ণয় করা শুরু করেছে চিনা প্রশাসন। আর তাঁর জেরে আরও ১৪,৮৪০ জনের এই ভাইরাসে নতুন ভাবে আক্রান্ত হওয়ার খবর মিলিছে। ফলে সবমিলিয়ে নোভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৮,২০৬ জন।
এখনই এই করোনার হাত থেকে রেহাই মিলবে না বলে দাবি করেছেন চিকিৎসকরা। তাদের আশঙ্কা এই মাসের শেষে আরও ভয়ানক অবস্থার সম্মুখীন হতে চলেছে চিন। এর পরেও একটাই আশার বাণী শোনাচ্ছেন তারা। চিকিৎসকরা জানিয়েছেন, করোনায় মৃতের সংখ্যা বাড়লেও মোট আক্রান্তের তুলনায় মৃত্যুর হার বেশ অনেকটাই কম।
গোটা বিশ্বে এই নিয়ে চলছে অস্বাভাবিক আতঙ্ক।
সৌজন্য:- mahanagar desk