অয়ন বাংলা নিউজ,ডিজিটাল ডেস্ক: জল্পনাই সত্যি হল। বিজেপিতে যোগদান করলেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। তাঁর দাবি, দেশহিতের থেকে নিজের ভোটব্যাঙ্ককে বেশি গুরুত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর তাঁর সঙ্গে কাজ করা সম্ভব হচ্ছিল না। অর্জুনের বিজেপিতে যোগদানের অনুষ্ঠান শেষ হতে মঞ্চেই তাঁর সঙ্গে হাত মেলান সদ্য তৃণমূলত্যাগী সাংসদ সৌমিত্র খাঁ।বৃহস্পতিবার বেলা ১টায় দিল্লিতে বিজেপির সদর দফতরে এক অনুষ্ঠানে দলবদল করেন অর্জুন। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়। মঞ্চে তখন ছিলেন মুকুল রায়ও।
এদিন বিজেপিতে যোগ দিয়ে অর্জুন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে দেশহিতকে উপেক্ষা করছেন তা মেনে নিতে পারছিলাম না। পাক অধিকৃত কাশ্মীরের আকাশসীমায় ভারতীয় বায়ুসেনার বিমান হানার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে সব মন্তব্য করেছেন তাতে ব্যথিত হয়েছিলাম। তাই দলত্যাগের সিদ্ধান্ত নিই।’অনুষ্ঠানে অর্জুনকে দলে স্বাগত জানান, বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ‘অর্জুন সিং চার বারের বিধায়ক। তাঁর প্রচুর অভিজ্ঞতা। তাঁর বাবাও ৪ বার বিধায়ক ছিলেন। অর্জুনের পরিবার বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’