দিলদার সেখ,অয়ন বাংলা ,দঃ দিনাজপুর:- মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যার্নাজি নির্দেশে দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে তৃণমূল যুব কংগ্ৰেসের অভিনব উদ্যাগে কুশমন্ডি ব্লকে প্রায় আট টি গ্ৰাম পঞ্চায়েত মাধ্যমিক পরিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শভেচ্ছা বার্তা ও তিনটি ফন নাম্বার দিলেন দঃদিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বিরেশ সরকার । এই প্রসঙ্গে এক মাধ্যমিক পরিক্ষার্থী কেয়া সরকার জানান।
আজ আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা শভেচ্ছা বার্তা দিলেন আমরা ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে এবং কন্যাশ্রী, সবজু শ্রী, রূপশ্রী দেওয়া সর্বদাই মেয়েদের পাশেই থাকাই আমরা গর্বিত । এই প্রসঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থী টিয়া সরকার জানান এই অভিনব উদ্যাগে ধন্যবাদ জানাই দঃদিনাজপুর জেলার তৃণমূল যুবো সভাপতি অম্বিরীশ সরকারের কুশমন্ডিতে ব্লকে সমস্ত পরিক্ষার্থী পশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে দঃদিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অম্বিরীশ সরকার জানান তৃনমূল যুব কংগ্রেস পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা জীবনের প্রথম পরীক্ষা দিতে চলেছেন আমাদের ছোট ভাই বনেরা তাদের পাশে থাকা ও একটু মনবল বড়ানো এবং ভালোভাবে মাধ্যমিক পরিক্ষা দিতে পারে ছাত্রছাত্রীরা। পাশাপাশি সমস্যা হলে আমাদের দলের পক্ষ ক্যাম থাকবে বললেন দঃদিনাজপুর জেলার তৃণমূল যুবো সভাপতি অম্বিরীশ সরকার।।।