নিজস্ব সংবাদদাতা,কুশমন্ডি, দঃদিনাজপুর :- দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিনে অসুস্থতার কারনে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে বিষেশ ভাবে ব পরীক্ষা দিলেন তিন মাধ্যমিক পরিক্ষার্থী । এদিন নাইট উচ্চ বিদল্যায় ছাত্রী বিলকিস খাতুন লোহাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ কারনে কুশমন্ডি গ্ৰামীন হাসপাতালে রেফার করা হলে গঙ্গারামপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে বসেই পরিক্ষা দিলেন । পাশাপাশি পরমেশ্বরপুর উচ্ছ বিদ্যালয় ছাত্রী রুনা রাজবংশী(18) অসুস্থ করানে রাত্রিবেলা কুশমন্ডি গ্ৰামিন হসপিটালে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পড়েছিলো কুশমন্ডি উচ্ছ বিদ্যালয় আজ কুশমন্ডিতে গ্ৰামিন হাসপাতালে কড়া নিরাপত্তা মাধ্যমে পরীক্ষা দেন এবং কুশমন্ডিতে বি এম এইস ডঃ অমিত দাস জানান আগমিকাল কাল রুনা রাজ বংশি মাধ্যমিক পরিক্ষা কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালেই দিবে । এই প্রসঙ্গে তিনি আরো জানান মহিপাল উচ্ছ বিদ্যালয় ছাএ রিয়াজুল ইসলাম( ১৬) মাধ্যামিক পরিক্ষাকেন্দ্রে পড়েছিলো নাইট উচ্ছ বিদ্যালয় এই দিন মাথা ব্যাথা কারনে কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে ভর্তি করা হয়ে আজ মাধ্যমিক পরিক্ষা কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে দেন মাধ্যমিক পরিক্ষা দেন । এবং মাধ্যমিক পরিক্ষা শেষে তাকে ছুটি দেয়। এবং মাধ্যমিক পরিক্ষা জন্য বিষেশ ব্যাড সিড ব্যাবস্থা করা হয় এবং মাধ্যমিক পরিক্ষাথী দের বিষেশ ভাবে চিকিৎসা দেওয়া হবে বলে জানান কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে বি এম এইজ অমিত দাস ।
। এই প্রসঙ্গ এক মাধ্যমিক পরিক্ষাথী রুনা রাজ বংশি কাল রাত্রে থেকে প্যাট ব্যাথা নীয়ে ভর্তি হয়ে কুশমন্ডিতে গ্ৰামিন হাসপাতালে আজ কুশমন্ডি হসপিটালে থাকবেন এবং আগামী কাল মাধ্যমিক পরিক্ষা দিবে । এই প্রসঙ্গে মাধ্যমিক পরিক্ষাথী বাবা অলোক সাহা রাজ বংশি জানান হঠাৎ প্যাট ব্যাথা কারনে আমার মেয়ে কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে ভর্তি করা হয়ে কুশমন্ডি উচ্ছ বিদল্যায় সহোযোগিতা আমার মেয়ে মাধ্যমিক পরিক্ষা দিলো কুশমন্ডি গ্ৰামিন হাসপাতালে।।।।