নিজস্ব সংবাদদাতা.অয়ন বাংলা:-পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া র পশ্চিম বঙ্গ রাজ্য কমিটি র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ বহরমপুর সাংবাদিক সঙ্ঘের বিজন ভট্টার্চায কক্ষে।আগামী লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংখ্যালঘু এ দলিতদের কে শুধুই ভোটব্যাঙ্ক হিষাবে যাতে ব্যাবহ্রত না হয় সে বিষয়ে সচেতন এর জন্য এই সাংবাদিক সম্মেলন।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক ড.মিনারুল সেখ বললেন “আগামী লোকসভা নির্বাচনে সংখ্যালঘু ও দলিতদের নিরাপত্তা,অধিকার,সামাজিক,অথনৈতিক,ও সার্বিক উন্নয়নের জন্য 73 দফা দাবির প্রেক্ষিতে যেন ভোটদান বা মতদান করা হয় সে বিষয়ে সংখ্যালঘু ও দলিতদের কে নিজেদের অধিকারের জন্য যেন ভোট দেয় সে বিষয়ে সচেতন থাকা ও অধিকার সনিশ্চিতদের জন্য আমদের প্রয়াস।এবং এই পিছিয়ে পড়া মুসলিম ও দলিতদের প্রতিনিধিত্ব যাতে বাড়ে সে সচেতন এবং নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন সুনিশ্চিত করা ।এই সকল বিষয়ে আমাদের সকলকে বোঝানো ও প্রচারভিযান ।”