করোনার কারণে যেন কেউ অভুক্ত না থাকে, রেশনে বিনামূল্যে চাল দেবে রাজ্য
নিউজ ডেস্ক:- এদিন মমতা আরও বলেন যে মাস্ক পাওয়া না গেলে গেঞ্জি কাপড় মুখে বেঁধে মুখ আড়াল করে রাখুন। কী ভাবে এই কাপড় মুখে বাঁধতে হবে, সেটাও দেখিয়ে দেন তিনি। পাশাপশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করতে সবাইকে প্রতিদিন নিমপাতা খাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
রেশন ব্যবস্থার মাধ্যমে ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে বলে শুক্রবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী।
এখন দু- টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া যায় রেশন থেকে।
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনাভাইরাসের কারণে আর্থিক সংকট সর্বত্র। বাড়ি থেকেই বিশেষ প্রয়োজন ছাড়া বেরোতে পারছেন না বহু মানুষ। এর জেরে সবচেয়ে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা। তাঁদের কথা মাথায় রেখেই আগামী ছয় মাস রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রেশন ব্যবস্থার মাধ্যমে ৭ লক্ষ ৮৫ হাজার মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে বলে শুক্রবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী। এখন দু- টাকা কেজি দরে মাসে পাঁচ কেজি করে চাল পাওয়া যায় রেশন থেকে। সেই চালটাই এবার বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। করোনার জেরে যাতে রাজ্যের মানুষকে অভুক্ত অবস্থায় দিন কাটাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে আগামী ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ করে সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন। অর্থাৎ ‘রোটেশন’ পদ্ধতিতে দফতরে যোগ দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের। বেসরকারি সংস্থাগুলোকেও হাজিরা ৫০ শতাংশ কমিয়ে দিতে অনুরোধ করেছেন তিনি। কলকাতায় এখনও আন্তর্জাতিক বিমান নামা বন্ধ হোক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী।